Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিডা ওএসএস পোর্টাল


প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নতুন সংযোগ আবেদন সেবা গ্রহণের জন্য বিডা ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালঃ 

//bidaquickserv.org/

ব্যবহার করুন।


এক নজরে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য
(এক নজরে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য সেপ্টেম্বর/২০২৪ ইং পর্যন্ত)

০১।

প্রতিষ্ঠাকাল

১৪/০২/১৯৮৭ খ্রিঃ

০২।

শতভাগ বিদ্যুতায়িত উপজেলার সংখ্যা ও নাম                                  

১৮টি {জামালপুর সদর, সরিষাবাড়ী, মাদারগঞ্জ, মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ, কুড়িগ্রাম জেলার রাজিবপুর, রৌমারী, উলিপুর (আংশিক), চিলমারী(আংশিক), সিরাজগঞ্জ জেলার সদর (আংশিক), কাজিপুর (আংশিক), বগুড়া জেলার সারিয়াকান্দি (আংশিক), গাইবান্ধা জেলার সদর(আংশিক), সাঘাটা, ফুলছড়ি (আংশিক) এবং (টাঙ্গাইল জেলার ভূয়াপুর (আংশিক)}।

০৩।

আয়তন  (বর্গ কিলোমিটার)

২৭৯২.৬৫ বর্গ কিলোমিটার

০৪।

নির্মিত লাইন (কিমি)

১৩,৭১০.০১১ কিঃ মিঃ।

০৫।

২০২৪-২০২৫ অর্থবছরের নির্মিত লাইন (কিমি)

৩২১.৮৬৭ কিঃমিঃ।

০৬।

জিআইএস (GIS) ভুক্ত লাইন (কিমি)

২৬৫৭.১৪ কিঃমিঃ।

০৭।

অফগ্রিড লাইন (কিমি)

১,১১৯ কিঃমিঃ।

০৮।

অফগ্রিড গ্রাহক সংখ্যা

৪১,৫০৪ জন

০৯।

মোট গ্রাহক সংখ্যা (ক্যাটাগরি অনুযায়ী)

ক. আবাসিক- ৬,৭৯,৪৪৬

খ. বাণিজ্যিক - ৩১,৫৩৪

গ. শিল্প - ৪,৫১৪

ঘ. সেচ - ২১,১১৮

ঙ. দাতব্য প্রতিষ্ঠান+অন্যান্য- ১০,৪৬৪                                                                                                                                              

১০।

সাব-স্টেশন (সংখ্যা ও ক্ষমতা: MVA)

১৮ টি ও ২৭০/৩৩৪ এমভিএ

১১।

পিক লোড

১৯৯ মেঃওঃ

১২।

সিস্টেম লস (সেপ্টেম্বর/২৪ পর্যন্ত)

বর্তমান মাস-৮.২৬% (রিসেল ব্যতীত), ইয়ার-টু-ডেট-১৪.৬৬%

১৩।

রাজস্ব আদায় (সেপ্টেম্বর/২৪ পর্যন্ত)

বর্তমান মাস-৯২.৫২% , ইয়ার-টু-ডেট-৮২.৬৯%

১৪।

পবিসের লাভ/ক্ষতি (প্রতি ইউনিট) (+/-)

(১.৬৫৭৭)

১৫।

মোট বিনিয়োগ (কোটি টাকা)

১৮৩.৭৭

১৬।

২০২৪-২০২৫ অর্থবছরের মোট বিদ্যুৎ ক্রয় (টাকা)

৯২.৭৪ কোটি টাকা।

১৭।

২০২৪-২০২৫ অর্থবছরের মোট বিদ্যুৎ বিক্রয় (টাকা)

১১৫.৩১ কোটি টাকা। 

১৮।

২০২৪-২০২৫ অর্থবছরের মোট লাভ/ক্ষতি (টাকা) (+/-):

(২৬.২০) কোটি টাকা

১৯।

অফিসের সংখ্যা ও নাম 

ক. জোনাল অফিস -০৮ টি (সরিষাবাড়ি, ইসলামপুর, বকশীগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ, রৌমারী ও নান্দিনা)।

খ. সাব-জোনাল অফিস: ০৫ টি  (নামাজেরচর, ফুলকোচা, কয়ড়া, রূপসা ও সানন্দবাড়ি)।

গ. অভিযোগ কেন্দ্র (স্বতন্ত্র): অভিযোগ কেন্দ্র- ২৩ টি (তারাকান্দি, গোপালপুর, নাপিতের চর, মাহমুদপুর, তুলশীপুর, জাগরনী, গুঠাইল বাজার, লংকারচর, ধানুয়া কামালপুর, তেঘরিয়া, বেনুয়ারচর, রাজিবপুর, বাঁশচড়া, ছালাল, ঢুশমারী, নাটুয়ার পাড়া, হাজীপুর, হাট মাগুড়া, ভূহাইল, ভদ্রশীমুল, মণ্ডলের বাজার, অষ্টমীর-চর ও বাংলা বাজার) ।

২০।

কর্মকর্তা/কর্মচারীর সংখ্যা

ক. কর্মকর্তাঃ  ৩০ জন।

খ. কর্মচারীঃ ৯৩৬ জন।

বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের সুবিধা