প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নতুন সংযোগ আবেদন সেবা গ্রহণের জন্য বিডা ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালঃ
ব্যবহার করুন।
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, বর্তমানে করোনা ভাইরাস এর বিস্তার রোধে সরকারী সিদ্ধান্ত মোতাবেক পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত গ্রাহক ও কর্মকর্তা/কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি মিটারের রিডিং দেখা সম্ভব হচ্ছে না বিধায় কিছু কিছু গ্রাহকের গড় বিল করা হয়েছে। তাই কিছু কিছু গ্রাহকের বিদ্যুৎ বিল কম বা বেশী হতে পারে, যা সংশোধনযোগ্য। তাই উক্ত বিষয়ে সম্মানিত সকল গ্রাহকদের সহযোগিতা কামনা করছি। তবে সমিতি যেহেতু মার্চ/২০২০খ্রিঃ মাসের তুলনায় এপ্রিল/২০২০খ্রিঃ মাসের গ্রীড উপকেন্দ্র হতে বেশী বিদ্যুৎ ক্রয় করেছে এবং আপনারও যেহেতু করোনা ভাইরাসের জন্য বেশীর ভাগ সময়ই বাসায় থেকেছেন, সেহেতু মার্চ/২০২০খ্রিঃ মাসের তুলনায় এপ্রিল/২০২০খ্রিঃ মাসে আপনাদের বিল অবশ্যই বেশী আসতে পারে। তারপরও যদি কোন গ্রাহকের বিদ্যুৎ বিল তার কাছে খুবই অস্বাভাবিক মনে হয়, তাহলে মিটারের বর্তমান রিডিং ও বিদ্যুৎ বিলের কপিসহ সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। করোনায় এই মহামারী পরিস্থিতিতে সবাইকে বাড়িতে থাকার জন্য অনুরোধ করছি এবং আমরাও “দূর্যোগে আলোর গেরিলা” টিমের মাধ্যমে আপনাদেরকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দেওয়ার চেষ্টা করছি। বাড়িতে থাকুন এবং সুস্থ ও নিরাপদ থাকুন এই কামনা করছি।
ধন্যবাদান্তে
জেনারেল ম্যানেজার
জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস